
নিজস্ব প্রতিবেদক
খুলনা আর্ট একাডেমি, ৩৬ আয়েশা কটেজ, ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত একটি সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই একাডেমির শিশু শিল্পী স্নেহা হালদার রাই, সে বর্তমানে প্লে শ্রেণীতে পড়ে, আজ বিকালে ক্লাসে কেক নিয়ে আসে তাৎক্ষণিকভাবে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে তার ষষ্ঠ জন্মদিন (১০ নভেম্বর ২০২৫) উদযাপিত হয়। খুলনার প্রাণকেন্দ্রে শিল্পচর্চার পরিবেশে আয়োজিত এই জন্মদিনের অনুষ্ঠানটি শিশু শিল্পীদের হাসি-আনন্দে রঙিন হয়ে ওঠে।এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস রাইকে কোলে নিয়ে আশীর্বাদস্বরূপ একটি খাতা ও পেন্সিল উপহার দেন। রাইয়ের মা জানান, “মেয়ের ইচ্ছাই ছিল খুলনা আর্ট একাডেমিতেই জন্মদিন পালন করা। শিল্পচর্চার পরিবেশে সহপাঠীদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করতে পেরে সে ভীষণ খুশি।”নিজের অনুভূতি প্রকাশ করে রাই বলে, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এমন মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি খুবই আনন্দিত।” অন্যান্য শিক্ষার্থীরাও জানায়, জন্মদিনের অনুষ্ঠানটি তাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে।সমাপনী বক্তব্যে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “রাইকে সবাই আশীর্বাদ করবেন। সে যেন শিল্প-সংস্কৃতির এই স্পর্শে বড় হয়ে দেশের ভালো কাজে যুক্ত থাকতে পারে।”সবার ভালোবাসা ও শুভকামনায় রাইয়ের জন্মদিনের এই আয়োজন খুলনা আর্ট একাডেমির পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবার হাতে কেক ও চকলেট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপন শেষ হয়।
Leave a Reply