
নিজস্ব প্রতিবেদক:
২৬ অক্টোবর রবিবার বিকাল ৫ ঘটিকায় আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু ঢাকা থেকে খুলনায় এক সপ্তাহের জন্য সফরে এসেছেন। রবিবার বিকালে চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে সঙ্গে নিয়ে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সিইউসি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড খুলনায় পরিদর্শন করেন।এসময় সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন এবং যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমনি ও দপ্তর সম্পাদক কারিমা আক্তার এবং স্কুলের শিক্ষার্থীরা এ সময় বিশিষ্ট সাংবাদিক আহমেদ হোসাইন ছানুর হাতে সি ইউসি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহারিত একটি খাতা স্মৃতিস্বরূপ উপহার দেন।
এবং সাংবাদিকের সম্পর্কে শিশুদের সম্মুখে প্রশংসা করেন শিশুরা করতালির মাধ্যমে শুভেচ্ছা জানায় এরপরে অতিথির পরিদর্শনের পরে আহমেদ হোসাইন ছানুর কাছে
অনুভূতি জানতে চায় তিনি বলেন ঢাকায় বসে বিভিন্ন কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে চিত্রশিল্পী মিলন বিশ্বাস দাদার সহযোগিতায় দেখতে পেরেছি এখানের শিশুদের নিয়ে আমি বেশ কিছু নিউজ প্রকাশ করে দিয়েছি। তখন মনে মনে ভেবেছি খুলনাতে গেলে এই স্কুলটি সরাসরি একবার দেখে আসবো ।এখানে এসে আমি সত্যিই আনন্দিত এখানের নিউজ পড়ে যতটা ভালো লেগেছে আজকে সরাসরি এসে তার চেয়েও ভালো লেগেছে। এখানের ছোট ছোট শিশুদের কার্যক্রম এবং ভদ্রতা আমাকে মুগ্ধ করেছে আমি সবসময় আমার স্থান থেকে এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বিভিন্ন ভাবে প্রকাশ করে দেওয়ার চেষ্টা করব। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এ কথা চিন্তা করেই আমি এই শিশুদের বিষয় তুলে ধরব গণমাধ্যমে যাতে করে এই শিশুদের পড়াশোনার জন্য বিভিন্ন সামাজিক ব্যক্তিরা এগিয়ে আসে যাতে করে সমাজে কোন শিশু ঝরে না পড়ে শৈশবেই। সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন অতিথিকে ধন্যবাদ জানিয়ে শিশুদের ক্লাসের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply