
নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার সকাল ১১টায় খুলনা আর্ট একাডেমিতে অনুষ্ঠিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু ঢাকা থেকে খুলনায় পৌঁছে প্রথমেই খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সহকারী পরিচালক শিলা বিশ্বাস, হ্যান্ডরাইটিং শিক্ষক ধনঞ্জয় রায়, সহকারী শিক্ষিকা তানিয়া সুলতানা এবং একাডেমির শিশুশিল্পীরা।চিত্রশিল্পী মিলন বিশ্বাস শুভেচ্ছা প্রদানকালে বলেন, “আহমেদ হোসাইন ছানু সাংবাদিকতার জগতে সততা, নিষ্ঠা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি নবীন প্রজন্মকে আলোকিত করার স্বপ্ন নিয়ে কাজ করছেন। ঢাকায় থেকেও তিনি খুলনা আর্ট একাডেমির সুখ-দুঃখে পাশে থাকেন এবং আমাদের ‘সুখ পুষ্প স্মৃতি ঐতিহ্য সংরক্ষণশালা’-এর জন্য একটি ঐতিহ্যবাহী জলনেতি উপহার দিয়েছেন। আজ তাঁর আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের।”শুভেচ্ছা গ্রহণ করে আহমেদ হোসাইন ছানু বলেন, “আমি এক সপ্তাহের সফরে খুলনায় এসেছি। এই সফরের মাধ্যমে খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবো। শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে, যেখানে চিত্রশিল্পী মিলন বিশ্বাস দাদার সহযোগিতা প্রত্যাশা করছি।”তাঁর এই বক্তব্যে শিশুশিল্পীরা উচ্ছ্বসিত হয়ে হাততালির মাধ্যমে আনন্দ প্রকাশ করে এবং অতিথিকে শুভেচ্ছা জানায়।অনুষ্ঠানের শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস আহমেদ হোসাইন ছানুর সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply