
নিজস্ব প্রতিবেদক:
খুলনা আর্ট একাডেমির নবীন শিশুশিল্পী নৈঋত তরফদার একাডেমিতে ভর্তি হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই চিত্রশিল্পী মিলন বিশ্বাস-এর প্রতিকৃতি অঙ্কন করে তাঁকে উপহার দেন।এই ঘটনাটি একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য আবেগময় পরিবেশ সৃষ্টি করে।চিত্রশিল্পী মিলন বিশ্বাস বিস্মিত হয়ে ছোট্ট নৈঋতের কাছে জানতে চান, “তুমি আমার ছবি এঁকেছ কেন?”নৈঋত বিনয়ের সঙ্গে উত্তর দেয়, “স্যার, আপনাকে অনেক ভালো লাগে, তাই আপনার ছবিটা এঁকেছি।পরবর্তীতে মিলন বিশ্বাস প্রশ্ন করেন, “তুমি কি আমাকে দেখে এঁকেছো?”নৈঋত হাসিমুখে বলে, “স্যার, আমি আপনাকে মন থেকে অনুকরণ করে এঁকেছি।”শিশুশিল্পীর এই নিষ্পাপ উত্তর শুনে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হন।তিনি নৈঋতকে আশীর্বাদ করেন এবং বলেন,“শিল্পের ছোঁয়ায় তোমার জীবন হোক আলোকিত। মন থেকে আঁকো, মন থেকে ভালোবাসো। একদিন তুমি বড় শিল্পী হবে এবং পিতা-মাতার মুখ উজ্জ্বল করবে।”নৈঋত তরফদারের পিতা-মাতা সন্তানকে শিল্পচর্চায় উৎসাহিত করার জন্য খুলনা আর্ট একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তারা বলেন, “আমরা গর্বিত যে আমাদের সন্তান শিল্পের পথে এগিয়ে যাচ্ছে, এবং মিলন বিশ্বাস স্যারের মতো মহান শিক্ষক তার প্রেরণা।”চিত্রশিল্পী মিলন বিশ্বাস নৈঋতের পিতা-মাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন,“শিশুকে শিল্পের পথে অনুপ্রাণিত করতে পরিবারই সবচেয়ে বড় ভূমিকা রাখে। এমন সচেতন ও স্নেহশীল অভিভাবকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”এই ঘটনাটি খুলনা আর্ট একাডেমির সবার মধ্যে গভীর অনুপ্রেরণা জাগিয়েছে।এ যেন এক সুন্দর বার্তা ভালোবাসা, শ্রদ্ধা ও শিল্পচর্চাই একজন শিল্পীর প্রকৃত পরিচয়।
Leave a Reply